Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিডব্লিউবি

ভিডব্লিউবি কর্মসূচি:

মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির নতুন নামকরণ হয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)। আগামী বছরের জানুযারি থেকে নতুন নামের কর্মসূচির আওতায় দরিদ্র নারীরা উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত হবেন। ভিডব্লিউবি কর্মসূচিতে উপকারভোগীরা দুই বছর ধরে মাসে ৩০ কেজি চাল সহায়তা পান। চলমান চক্রে সারা দেশে দরিদ্র নারী উপকারভোগীর সংখ্যা ১০ লাখ ৪০ হাজার। একবার যিনি তালিকাভুক্ত হন, তিনি দুই বছর মেয়াদ শেষ করার পর পরবর্তী চার বছর পর্যন্ত আর তালিকাভুক্ত হতে পারেন না। 

       রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ ভিডব্লিউবি উপকারভোগীর সংখ্যা ১৫৮ জন।

       নির্বাচিত উপকারভোগীগণ প্রতিমাসে ৩০ কেজি পুষ্টি/সাধারণ চাল পেয়ে থাকেন।                                                                                                          

       

       এই কর্মসূচি দুই বছর ব্যাপী চলমান (জানুয়ারী/২০২৩-ডিসেম্বর/২০২৪)

       মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিও ভিডব্লিউবি উপকারভোগীদের প্রশিক্ষণ (আয়বর্ধকমূলক ও জীবন দক্ষতা মূলক) প্রদান করে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিও সহযোগিতায় ভিডব্লিউবি উপকারভোগীগণ মাসিক  ২২০/- টাকা স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে সঞ্চয় জমাপূর্বক ইউনিয়ন পরিষদ থেকে চাল সংগ্রহ করে থাকেন। সং চক্র শেষে উক্ত সঞ্চয়ের টাকা মুনাফাসহ ফেরত প্রদান করা হয়। 

ভিডব্লিউবি পাওয়ার শর্তঃ

     ০১।  অতিমাত্রায় খাদ্য নিরাপত্তাহীন

     ০২। প্রকৃত অর্থে ভূমিহীন

      ০৩। বসতবাড়ীর অবস্থা খুবই নিম্নমানের।  

সেবা পাওয়ার স্থানঃ

     রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার ও উপজেলা তথ্য আপা সেবা কেন্দ্র, শাহরাস্তি।


রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ ভিডব্লিউবি উপকারভোগীর ১৫৮ জনের তারিকা নিম্নে দেওয়া হলোঃ-