Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিডব্লিউবি নতুন চক্র (২০২৫-২০২৬)অর্থ বছরের অনলাইন আবেদন করুন দ্রুত, আবেদন এর মেয়াদ শেষ আগামী ১২/০৫/২০২৫ ইং।


শিরোনাম
ভিডব্লিউবি নতুন চক্র (২০২৫-২০২৬)অর্থ বছরের অনলাইন আবেদন করুন দ্রুত, আবেদন এর মেয়াদ শেষ আগামী ১২/০৫/২০২৫ ইং।
বিস্তারিত

এতদ্বারা কায়েতপাড়া ইউনিয়নের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভিডব্লিউ বি/ভিজিডি কার্যক্রম নতুন চক্র (২০২৫-২০২৬) ইং এর অনলাইন আবেদন শুরু হয়েছে অদ্য হইতে আগামী ১২/০৫/২০২৫ ইং পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন এর জন্য আবেদনকারীর বয়স ২০ হতে ৫০ বছর এর মহিলা হতে হবে এবং অত্র এলাকার বাসিন্দা হতে হবে। আবেদনের জন্য জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর লাগবে। আবেদন করার জন্য লিংক সমূহ- dwavwb.gov.bd  অথবা VWB মোবাইল এ্যাপের মাধ্যমে এবং টোল ফ্রি হটলাইন ৩৩৩ নম্বরে কল করেও আবেদন করতে পারবেন।

যোগ্যতা:
১) 20-50 বছর বয়স হতে হবে💯
২) NID কার্ড থাকতে হবে।💯
৩) নিজস্ব মোবাইল নম্বর থাকতে হবে (বাধ্যতামূলক)💯
৪) অবশ্যই গরীব হতে হবে।💯
অযোগ্যতা:
১) সরকারী ভাতা পান এমন (যেমন: বিধবা, গর্ভবতী, tcb, খাদ্য বান্ধব - রেশন কার্ড) ইত্যাদি নারী বাদ। 
২) বিগত ৪বছরের মধ্যে ভিজিডি চাল খেয়েছেন এমন নারী বাদ💯
৩) ধনী পরিবারের মহিলা বাদ💯
অন্তর্ভুক্তির শর্তাবলী: 
১। বয়সসীমা ২০ হতে ৫০ বছর। আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। 
২। পরিবারে কর্মক্ষম অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী আছে এবং কোন উপার্জনক্ষম সদস্য অথবা অন্য কোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই।
৩। সরকারের চলমান অন্য কোন সামাজিক নিরাপত্তা কর্মসূচি/প্রকল্পের উপকারভোগী নন।  
৪। ২০১৯-২০২০ এবং ২০২১-২০২২ চক্রে ভিজিডি কার্ডধারী ছিলেন না।
অগ্রাধিকার শর্তাবলী: 
১। প্রকৃত অর্থে ভূমিহীন অর্থাৎ খানা বা পরিবারের কোন জমি নেই অথবা নিজ মালিকানার বসত ভিটা ও চাষযোগ্য মোট জমির পরিমাণ ০.১৫ একর (১৫ শতাংশ) অথবা কম। ভূমিহীন যে সব পরিবারের মহিলা অসচ্ছল ও অসহায় এবং যাদের অন্য কোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই।  
২। যে পরিবার দৈনিক দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে, তবে কৃষিক্ষেত্রে দিনমজুর হিসেবে কাজ করে সে পরিবার অগ্রাধিকার পাবে। 
৩। যে সব দরিদ্র পরিবারে কিশোরী আছে সে সকল পরিবারের “মা” অগ্রাধিকার পাবে। কিশোরীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, বাল্য বিবাহ করবে না এবং কোন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকবে না মর্মে অংগীকারবদ্ধ হতে হবে এবং প্রদেয় অঙ্গিকার ভঙ্গকারী উপকারভোগীদের অনুকূলে বরাদ্দকৃত কার্ড তাৎক্ষনিকভাবে বাতিল করা হবে। 
৪। যে সকল পরিবারে ১৫-১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে সেই পরিবারের আবেদনকারী অগ্রাধিকার পাবে। 
৫। যে পরিবারের ঘরের দেয়াল মাটির/পাটকাঠি বা বাঁশের তৈরী, সে পরিবার অগ্রাধিকার পাবে। 
৬। যে সব দরিদ্র পরিবারে অটিজম/প্রতিবন্ধী সদস্য আছে, সে সব পরিবার ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচনে অগ্রাধিকার পাবে।
৭। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রত্যাগত অভিবাসীদের পরিবার ও প্রত্যাগত অভিবাসী নারীরা অগ্রাধিকার পাবে। 
অন্যান্য শর্তাবলী: 
১. একটি পরিবার কেবলমাত্র একটি ভিডব্লিউবি কার্ড পাবে। 
২. নির্বাচিত মহিলাগণ বিনা শর্তে এবং বিনা মূল্যে ডিডব্লিউবি কার্ড পাবেন। 
৩. কোন আবেদনকারী একট এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার না হলেও যদি তিনি সেই এলাকায় বর্তমানে বসবাস করেন তাহলে তিনি প্রয়োজনীয় শর্তাবলী পুরণ করা স্বাপেক্ষে সেই এলাকায় ভিডব্লিউবি কার্যক্রমের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হতে পারবেন। 


ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
06/05/2025
আর্কাইভ তারিখ
31/07/2025