মামলার আবেদন গ্রাম আদালতে মামলার আবেদন পত্রে কি কি তথ্য দিতে হবে?
রায়শ্রী দক্ষিন ইউনিয়ন পরিষদ
১। আবেদন পত্রটি লিখিত ভাবে দাখিল করতে হবে।
২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সেই ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।
৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম, ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম, ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৫। ঘটনা, ঘটনা উদ্ভবের কারণ, ঘটনার সথান ও ইউনিয়নের নাম, সময়, তারিখ থাকতে হবে।
৬। নালিশবাদাবির ধরন, মূল্যমান থাকতে হবে।
৭। ক্ষতিরপরিমাণ, প্রার্থিত প্রতিকার থাকতে হবে।
৮। পক্ষদ্বয়েরস ম্পর্ক উল্লেখ থাকতে হবে।
৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।
১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তারকারণ উল্লেখ থাকতে হবে।
১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে।
১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা৩)
মামলার আবেদনপত্রের নমানাঃ
তাং-০১/০১/২০২৩ইং
বরাবর
চেয়ারম্যান
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ
শাহরাস্তি, চাঁদপুর।
বিষয়ঃ মারধর করা প্রসঙ্গে।
আবেদনকারীঃ প্রতিবাদীঃ স্বাক্ষীঃ
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ................................ আপনার ইউনিয়েনের .............. গ্রামের স্থায়ী বাসিন্দা। অপরপক্ষে প্রতিবাদীগণও একই এলাকার স্থায়ী বাসিন্দা। আমার স্বামী বাড়িতে বৈদ্যুতিক মিটার লাগাতে গেলে প্রতিবাদীগণ বৈদ্যুতিক তার লাগানোতে বাধা প্রদান করিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্বামীকে মারধর করার চেষ্টা করিলে আমি সেখানে গেলে প্রতিবাদীগণ বেধড়ক মারধর শুরু করেন এবং এক পর্যায়ে আমার মুখমন্ডলে কিলঘুষি মেরে মাটিতে ফেলে আরও মারধর করেন। এই সময় স্বাক্ষীগণ ছুটে আসলে প্রতিবাদীগণ বিভিন্ন অকথ্য ভাষায় গালি-গালাজ করিতে ঘটনাস্থল থেকে চলে যায়। ইহাতে আমার মুখমন্ডল ফুলে যায় এবং শারীরিক ভাবে মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়। স্বাক্ষীগণ তাহা অবগত আছেন।
অতএব জনাব মামলাটি আপনার গ্রাম আদালতে গ্রহন করে ন্যয় বিচার করিতে আপনার মর্জি হয়।
নিবেদক:
(স্বাক্ষর)
নামঃ
পিতা/স্বামীর নামঃ
গ্রামঃ
পোঃ
উপজেলাঃ শাহরাস্তি, জেলাঃ চাঁদপুর।মোবাইল:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস