Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিডব্লিউবি নতুন চক্র (২০২৫-২০২৬)অর্থ বছরের অনলাইন আবেদন করুন দ্রুত, আবেদন এর মেয়াদ শেষ আগামী ১২/০৫/২০২৫ ইং।


অনলাইনে মৃত্যু নিবন্ধনের আবেদনের নিয়ম

অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করার জন্য এই লিংকে https://bdris.gov.bd/dr/application  প্রবেশ করুন।এই ওয়েবসাইট ওপেন হওয়ার পরে মৃত্যু নিবন্ধন অনলাইনে আবেদন করার জন্য ৬ টি ধাপ সম্পন্ন করতে হবে। প্রথমে আপনার সামনে যে পেজটি ওপেন হবে, এই পেজে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করুন।

তথ্য বাংলা মৃত্যু নিবন্ধন ধাপ ১

অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে আপনার সামনে একটি পেজ ওপেন হবে।

এটি দ্বিতীয় ধাপঃ

এখানে জন্মতারিখ, নাম, বাবার নাম, মাতার নাম দেখাবে। যদি তথ্যটি সঠিক হয় তাহলে ডানপাশের নির্বাচন করুন বাটনে ক্লিক করুন।

তথ্য বাংলা মৃত্যু নিবন্ধন ধাপ ২

নির্বাচন করুন বাটনে ক্লিক করার পরে নতুন মৃত্যু নিবন্ধন আবেদনের জন্য নতুন একটি পেজ ওপেন হবে।

এটি তৃতীয় ধাপঃ

এখানে

◾ দেশ

◾ বিভাগ

◾ জেলা

◾ সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট/ উপজেলা

◾পৌরসভা/ইউনিয়ন

◾অফিস

ড্রপডাউন থেকে নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করুন।

ড্রপডাউন থেকে নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করুন।

তথ্য বাংলা মৃত্যু নিবন্ধন ধাপ ৩

এটি চতুর্থ ধাপঃ

মৃত্যু নিবন্ধন আবেদনের জন্য মৃত ব্যক্তির তথ্য প্রদান।

◾ মৃত্যুর তারিখ। 

◾ মৃত্যুর কারণ ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। 

◾ স্বামী বা স্ত্রীর জন্ম নিবন্ধন নাম্বার। 

◾ স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয় পত্র নম্বর। 

◾ স্বামী বা স্ত্রীর নাম বাংলায়।

◾ স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে।

(তবে স্বামী বা স্ত্রীর জন্ম নিবন্ধন নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, নাম বাংলা, নাম ইংরেজিতে না দিয়েও পরবর্তীতে ক্লিক করতে পারেন।)

তথ্য বাংলা মৃত্যু নিবন্ধন ধাপ ৪

পরবর্তীতে এ ক্লিক করার পরে যে পেজ ওপেন হবে।  

এটি পঞ্চম ধাপঃ

মৃত্যু নিবন্ধন আবেদনের জন্য মৃত ব্যক্তির মৃত্যু স্থান ও বসবাসের স্থান এর তথ্য প্রদান।

এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে।

১।  মৃত্যুর স্থানের বিবরণ।

২।  মৃত্যুর সময় বসবাসের ঠিকানা। 

তথ্য বাংলা মৃত্যু নিবন্ধন ধাপ ৫

ঠিকানা গুলো সঠিক ভাবে দেওয়া হলে পরবর্তীতে ক্লিক করুন।

ষষ্ঠ ধাপঃ

মৃত্যুনিবন্ধন আবেদনকারীর তথ্য প্রদান

এই পেজে নতুন মৃত্যু নিবন্ধনের আবেদনের জন্য যিনি আবেদন করছেন, আবেদনকারী তথ্য, তথ্য প্রদানকারীর যাবতীয় তথ্য এখানে দিতে হবে। (আবেদনকারী এবং তথ্য প্রদানকারীর তথ্য একই হবে) আবেদনকারী এবং তথ্য প্রদানকারীর সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরে, নিচে সংযোজন বাটনে, মৃত ব্যক্তির জানাজা যে ইমাম পড়িয়েছেন, সৎকার যে পুরোহিত করেছেন তার প্রত্যায়ন পত্র। হাসপাতাল কর্তৃক মৃত্যু সনদ।

অস্বাভাবিক মৃত্যু হলে ময়নাতদন্তের যাবতীয় কাগজপত্র। মৃত্যু সম্পর্কিত স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর থেকে একটি প্রত্যয়ন পত্র। সকল কাগজপত্র সত্যায়িত কপি সংযোজন বাটনে এক এক করে আপলোড করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।

তথ্য বাংলা মৃত্যু নিবন্ধন ধাপ ৬

পরবর্তী বাটনে ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে এই পেজে আপনি এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছেন সব তথ্য গুলো দেখাবে।

সর্বশেষ ধাপ

মৃত্যু নিবন্ধন আবেদনের তথ্য যাচাই করে আবেদন সম্পন্ন করুন।

তথ্যগুলো ভালো করে পরীক্ষা করে দেখুন সঠিক আছে কিনা। কারণ তথ্যভুল দিলে সনদ বেরিয়ে যাওয়ার পরে সংশোধন করতে যথেষ্ট পরিমাণে ঝামেলা আছে। তথ্যগুলো সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে এবার আবেদন সম্পন্ন করুন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আবেদন সম্পন্ন হয়ে যাব।

আবেদন সম্পন্ন হওয়ার পরে একটি পেজ ওপেন হবে এই পেজে একটি আবেদন নাম্বার উল্লেখ থাকবে। আবেদন নাম্বারটি সংরক্ষণ করু।  এই পেজটি Save as বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন। অথবা প্রিন্ট করে নিন।

মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ

আবেদন কপিটি স্থানীয় সরকার বিভাগ এর ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের জমা প্রদান করুন।  আবেদনপত্র জমা দেওয়ার পরে তারা এই আবেদনের প্রেক্ষিতে মৃত্যু নিবন্ধন সনদ দ্রুত তৈরি করে আপনাকে সরবরাহ করবে।