Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিডব্লিউবি নতুন চক্র (২০২৫-২০২৬)অর্থ বছরের অনলাইন আবেদন করুন দ্রুত, আবেদন এর মেয়াদ শেষ আগামী ২২/০৫/২০২৫ খ্রি.


শিরোনাম
ডাকাতিয়া নদীর উপর ব্রিজ।
স্থান

খিলা বাজার,শাহরাস্তি,চাঁদপুর।

কিভাবে যাওয়া যায়

খিলা বাজার,শাহরাস্তি,চাঁদপুর।

যোগাযোগ

শাহারাস্তি উপজেলা থেকে সিএনজি ভাড়া-২০ টাকা।

বিস্তারিত

ডাকাতিয়া নদী মেঘনার উপনদী। নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাগসারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুরলক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কুমিল্লা-লাকসাম চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে। যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য-২০৭ কিলোমিটার। মেঘনা নোয়াখালীতে প্রবেশের পর ডাকাতিয়া নাম ধারণ করেছে। যার দক্ষিণের অংশ নোয়াখালী খাল হিসেবে প্রবাহিত। চাঁদপুর থেকে এই ডাকাতিয়া নদী যোগ হয়েছে কুমিল্লার গোমতীর সঙ্গে ইহা ২৩০.২০ অক্ষাংশে এবং ৯১০.৩১ দ্রাঘিমা বিস্তৃত। যা বামদিকে দক্ষিণে প্রবাহিত হয়ে ফেনী নদীতে মিশেছে।