সরকারি সেবাসমূহ : সকল রকমের সরকারী ফরম ডাউনলোড ও পূরনের সুবিধা, সরকারি নোটিশ, গেজেট, পাসপোর্টের ফরম পূরন, ভিসা আবেদন ও ট্র্যাকিং, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, পাবলিক পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, জীবন বীমা সুবিধা, ভিজিএফ-ভিজিডির তালিকা, জেলা-ই-সেবাকেন্দের সেবা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, দুর্যোগ, পর্যটন এবং অকৃষি উদ্যোগ সম্পর্কিত তথ্য। বানিজ্যিক সেবা : কম্পউটার প্রশিক্ষন, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, ছবি তোলা ও স্ক্যানিং, ফটোকপি, ভিডিও চ্যাটিং, মোবাইল ব্যাংকি, ইন্টারনেটে ব্রাউজিং ও ই-মেইল সুবিধা, মোবাইল ফোন ব্যবহার, কার্ড বিক্রয় ও রিচার্জ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া, চাকুরি সংক্রান্ত তথ্য, বিট্রিশ কাউন্সিলের সহায়তায় ইংরেজী শিক্ষা। ভবিষ্যত সেবা সমূহ: ই-পূজি তথ্য সেবা, অনলাইনে চালান জমাদান, ক্ষুদ্রঋনের কিস্তির টাকা জমাদান, আয়কর রির্টান জমাদান, রেমিটেন্সের অর্থ গ্রহন, নাগরিক পরিসেবার বিল পরিশোধ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS