ছাত্র–জনতার অভ্যুত্থান, জুলাই বিপ্লব বা জুলাই গণ-অভ্যুত্থান
Details
জুলাই গণ-অভ্যুত্থানের শুরু থেকে শহীদদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করেছেন প্রথম আলোর সংবাদকর্মীরা। ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারা দেশের হাসপাতালে ঘুরে এবং শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। পরে অন্তর্বর্তী সরকার শহীদদের তালিকা করার উদ্যোগ নেয়। ফলে প্রথম আলো আর মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করেনি। শুধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কিছু তথ্য যোগ করেছে। সব মিলিয়ে প্রথম আলো ৭৬৭ জন শহীদের তথ্য সংগ্রহ করতে পেরেছিল। অঞ্চলভিত্তিক শহীদ, শিশুমৃত্যু ও আহতের হিসাবও প্রথম আলোর। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ মে পর্যন্ত খসড়া তালিকা অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৪। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিক্ষোভ–সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে ১ হাজার ৪০০ জনে।